ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

জরুরি অবস্থা প্রত্যাহার করলো জাপান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২০, ১৭:৫২

জরুরি অবস্থা প্রত্যাহার করলো জাপান

জাপানের অধিকাংশ এলাকা থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘোষণা দিয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ৪৭ টি প্রিফেকচারের মধ্যে ৩৯টি থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। এখনও করোনার প্রাদুর্ভাব প্রবল থাকায় রাজধানী টোকিও এবং ওসাকার দ্বিতীয় বৃহত্তম শহুরে এলাকাসহ বাকী আটটি প্রিফেকচারে জরুরি অবস্থা বলবৎ থাকবে।

অর্থনৈতিক প্রণোদনা হিসেবে দ্বিতীয় বর্ধিত বাজেট নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আবে। প্রয়োজন পড়লে সরকার করপোরেট অর্থপ্রবাহ সহজ করতে আরও পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি।

দেশটির প্রধানমন্ত্রী বলেন, ভাইরাস আমাদের চারপাশে আছে সেই বিশ্বাস নিয়ে করোনার বিস্তার যতটুকু সম্ভব নিয়ন্ত্রণে কাজ করতে হবে, একইসঙ্গে আমরা সাধারণ কাজ ও দৈনন্দিন জীবনে ফিরে যাব।

এক মাসে আগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল দেশটি। করোনার বিস্তার রোধে ব্যক্তির সঙ্গে ব্যক্তির যোগাযোগ ৮০ শতাংশ কমিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

  • সর্বশেষ
  • পঠিত