ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

গোয়েন্দা প্রধান ও দেহরক্ষীকে অপসারণ করলেন কিম

গোয়েন্দা প্রধান ও দেহরক্ষীকে অপসারণ করলেন কিম

উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং উন সে দেশের গোয়েন্দা প্রধান জাং কিল সং ও নিজের নিরাপত্তা বাহিনীর প্রধান ইয়ুন জং রিনকে অপসারণ করেছেন। অসুস্থতা ও মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে সম্প্রতি জনসম্মুখে আসার পর এই সিদ্ধান্ত নিলেন কিম।

এ খবর জানিয়েছে দক্ষিণ কোরিয়া সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড।

ওই পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নতুন গোয়েন্দা প্রধান হিসেবে সেনাবাহিনীর জেনারেল রিম কোয়াং ইলকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ইয়ুন জং রিম'র পরিবর্তে কোয়াং চ্যাং সিক নামের একজনকে নিজের দেহরক্ষী বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন কিম।

তবে হঠাৎ কি কারণে এই পরিবর্তন সে বিষয়ে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে বিস্তারিতভাবে কিছু বলা হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, শুধু এই দুজনই নয়, উত্তর কোরিয়া সরকারের আরো বেশ কিছু কর্মীকে বরখাস্ত করতে পারেন কিম।

দীর্ঘদিন অন্তরালে থাকার পর চলতি মাসের গোড়ার দিকে হঠাৎ করেই জনসম্মুখে আসেন কিম। তখন অনেক বিশ্লেষক দাবি করেছিলেন, সরকারের মধ্যে থাকা বিশ্বাসঘাতকদের বের করা জন্য নিজেই নিজের মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন কিম জং উন।

কিম নিজেই তার মৃত্যুর গুজব ছড়িয়েছেন!

গত মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম। তবে সব গুজব উড়িয়ে দিয়ে দীর্ঘ ৩ সপ্তাহ পর গত ১ মে প্রকাশ্যে আসেন কিম। সেদিন একটি সরকারি কারখানার

২০ দিন পর প্রকাশ্যে কিম

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত