ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

রাশিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২০, ১৭:৩৫

রাশিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসে রাশিয়ায় একদিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মোট ২৫৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ৯২০০ জনসহ মোট ২ লাখ ৭২ হাজার ৪৩ জন আক্রান্ত হয়েছেন। যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ।

এদিকে রাশিয়ায় মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির ৪ মন্ত্রী এ ভাইরাসের কবলে পড়েছেন বলে খবর এসেছে।

আক্রান্তের তুলনায় রাশিয়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি ও স্পেনের তুলনায় অনেক কম। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন সমালোচকেরাও।

রুশ কর্তৃপক্ষ বলছে, পশ্চিম ইউরোপ থেকে শিক্ষা নিয়ে মৃতের সংখ্যা কমাতে নানা উদ্যোগ নিয়েছে তারা।

  • সর্বশেষ
  • পঠিত