ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

জাপানের পাইকারি বাজারে বড় ধস,মুদ্রা সঙ্কোচনের শঙ্কা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২০, ১৯:৪২

জাপানের পাইকারি বাজারে বড় ধস,মুদ্রা সঙ্কোচনের শঙ্কা

জাপানে গত চার বছরে মধ্যে পাইকারি বাজারে বড় ধস নেমেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটির এমন ধসে মুদ্রা সঙ্কোচনের আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

করোনা মহামারিতে বিপর্যস্ত জাপানের অর্থনীতি। চার বছরের ইতিহাসে এপ্রিলে বড় ধস দেখলো দেশটির পাইকারি বাজার।

প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি মোকাবেলায় ব্যাপক স্বাস্থ্য সঙ্কটে পড়ে যায় দেশটি। এদিকে, বেশি কিছু উৎপাদিত পণ্যের কাঁচামালের দর কমে যাওয়ায় খুচরা ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও করোনায় ডাকা লকডাউনে তাদের বিক্রি ব্যাপকভাবে কমে যায়।

এর আগে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান তাদের পূর্ভাবাসে জানায়, করোনা মহামারির প্রভাবে দেশের বাজারে ২ শতাংশ মুদ্রা সঙ্কোচন দেখা দিবে। তবে বর্তমান অর্থবাজার পরিস্থিতিতে সে হার ছাড়িয়ে যাবে বলে মনে করছে অর্থনীতি বিশ্লেষকরা।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের নভেম্বরের পর বড় এক মাসের হিসেবে মধ্যস্থ বাণিজ্যিক প্রতিষ্ঠান খাতে বড় ধস দেখলো জাপান। এর আগে চলতি বছরের মার্চে ০.৪ শতাংশ পতন হয় এ খাতে। তবে গেলো বছরের তুলনায় এপ্রিলে দেশীয় পণ্যের ক্ষেত্রে চূড়ান্ত ভোক্তা সূচকে ২.৫ শতাংশ পতন হয়।

ব্যাংক অব জাপানের এক বিবৃবিতে বলা হয়, দেশটির পণ্য ও সেবা মূল্যের সূচক নির্ধারণের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দ্য কর্পোরেট গুডস প্রাইস ইনডেকস (সিজিপিআই)। গেলো বছরের তুলনায় এবার এপ্রিলে সিজিপিআই সূচকে ধস নামে ২.৩ শতাংশ।

এর আগে এ সম্পর্কে এক পূর্ভাবাসে ব্যাংকটি জানায়, করোনার কারণে ১.৬ শতাংশ পতন হবে এ খাতে। সেই হিসেবে মধ্যস্থ বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবস্থা এখন বেশ ভয়াবহ।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত