ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ফ্রান্সে ফের কারখানা চালুর পরিকল্পনা অ্যামাজনের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ মে ২০২০, ২০:১৪

ফ্রান্সে ফের কারখানা চালুর পরিকল্পনা অ্যামাজনের

ফ্রান্সে ১৯ মে থেকে ফের কারখানা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে অ্যামাজন। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এক বিবৃতিতে অ্যামাজন জানায়, ইতিমধ্যে ফ্রান্সের শ্রমিক সংঘ ও কর্মী সংগঠনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। ফলে ফ্রান্সে ওয়্যারহাউজগুলো পর্যায়ক্রমে চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

অ্যামাজন জানায়, বর্তমানে শ্রমিক সংঘের সঙ্গে চুক্তির বিষয়ে চূড়ান্ত করা হচ্ছে। আগামী দিনগুলোতে কারখানাগুলো ফের চালু করতে আমরা আশাবাদী। এক্ষেত্রে আমরা আগের মত সেবা কার্যক্রম চালিয়ে যাব।

করোনা মহামারিতে সুরক্ষা ব্যবস্থা বিতর্কে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ফ্রান্সে অ্যামাজনের কারখানা। তবে দেশটির শ্রমিক সংঘের সঙ্গে বিষয়টি মিমাংসা হওয়ায় ১৯ মে থেকে দেশটিতে কারখানা ফের চালুর পরিকল্পনা করছে আন্তর্জাতিক এই ই-কমার্স প্রতিষ্ঠান।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত