ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইয়েমেনি শিশুর ভাগ্য বদলে লোহার চশমা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২০, ১৯:৪১

ইয়েমেনি শিশুর ভাগ্য বদলে লোহার চশমা

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনি শিশুর ভাগ্য বদলে দিলো একজোড়া লোহার চশমা। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এক জোড়া ভাঙা চশমার মধ্য দিয়ে জীবন বদলে যাওয়া শিশুটি বর্তমানে পূর্ব ইয়েমেনের একটি শরণার্থী শিবিরে নিজ পরিবারে বসবাস করছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে মুহাম্মাদ নামের একটি শিশু লোহার তার দ্বারা একটি চশমা বানায়। ছেলেটির গায়ে ধুলোমলিন পোশাক। মাথায় লম্বা লম্বা উস্কখুস্ক চুল। চশমাটি চোখে লাগানো অবস্থায় ছেলেটি হাসছে। যে ছবি পাথরের মতো শক্ত হৃদয়ের অধিকারী মানুষের চোখে পানি এনে দেয়।

স্থানীয় সাংবাদিক ও ফটোগ্রাফার আবদুল্লাহ আল-জারদি চশমাসহ ছোট মুহাম্মদের একটি ছবি তুলে অনলাইনে নিলাম তোলে। ওই ছবিটি ইয়েমেনের সৌদি বিরোধী কর্মী ওসামা আল-কুসায়বী ২৫ লাখ ইয়েমেনি রিয়ালে কিনে নিয়েছেন।

মার্কিন মুদ্রায় যার মূল্য ৪ হাজার ডলারের বেশি। এদিকে দেখতে দেখতে মুহাম্মাদের পরিবারের জন্য অনেক ঈদ উপহার জমে গেছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত