ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কর্মীদের স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ দিলেন ফেসবুক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২০, ১৩:০১

কর্মীদের স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ দিলেন ফেসবুক

কর্মীদের স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছে ফেসবুক। দ্য গার্ডিয়ান ও ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এই ঘোষণা দিয়েছে। আগামী দশ বছরের মধ্যে ফেসবুকের প্রায় অর্ধেক কর্মী বাড়িতে বসে কাজ করতে পারবে।

ইতিমধ্যে টুইটারসহ বিভিন্ন প্রযুক্তি জায়ান্ট ঘোষণা দিয়েছে, তাদের অনেক কর্মীরা লকডাউন শেষ হয়ে যাবার পরেও বাসা থেকে স্থায়ীভাবে কাজ করতে পারবে।

জুকারবার্গ জানান, কোম্পানিটি দূরবর্তী নিয়োগে জোর দিতে যাচ্ছে। এছাড়া বিদ্যমান কর্মীদের অনেকেই যাতে স্থায়ীভাবে বাসা থেকে কাজ করতে পারে সেই সুযোগ আনা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত