ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ভারতে একদিনে আরও ১৯৪ জনের মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২০, ১৩:০৪

ভারতে একদিনে আরও ১৯৪ জনের মৃত্যু

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৫৬৬ জন।

বৃহস্পতিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৮ হাজার ৩৩৩ জনে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯৪ জন। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৫৩১ জন। আর সুস্থ হয়েছেন ৫১ হাজার ৭৮৪ জন।

বুলেটিনে আরও জানানো হয়, দিল্লিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৫৭ জন। মৃত্যু হয়েছে সাত হাজারের বেশি। তামিলনাড়ু ও গুজরাটের অবস্থাও একই। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। গুজরাটে ১৫ হাজার ১৯৫।

দিল্লিরই মতো অবস্থা তামিলনাড়ুরও। সেই রাজ্যে ২৪ ঘণ্টায় ৮১৭ জন করোনা পজিটিভ হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। শুধুমাত্র চেন্নাইয়েই নতুন করে ভাইরাস মিলেছে ৫৫৮ জনের শরীরে।

মহারাষ্ট্রের পরিস্থিতিরও বিশেষ উন্নতি হয়নি। সেখানেও এক দিনে আক্রান্ত ২ হাজারের বেশি। ১৮ জনের পজিটিভ হওয়ার খবর এসেছে ধারাভি থেকে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত