ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

করোনা সংকটে অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে শতাধিক পত্রিকা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২০, ১৫:৩১  
আপডেট :
 ২৮ মে ২০২০, ১৫:৩৫

করোনা সংকটে অস্ট্রেলিয়ায় বন্ধ হচ্ছে শতাধিক পত্রিকা

করোনাভাইরাস সংকটের কারণে শতাধিক পত্রিকা ছাপানো বন্ধ করে দিচ্ছেন রুপার্ট মার্ডকের প্রতিষ্ঠান নিউজ করপোরেশন অস্ট্রেলিয়া। দ্য গার্ডিয়ান ও কাউন্টার পাঞ্চ এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে করে অস্ট্রেলিয়ায় ১০০টির বেশি আঞ্চলিক ও স্থানীয় পত্রিকা ছাপানো বন্ধ করে দেওয়া হবে বলে জানাগেছে। প্রতিষ্ঠানটি জানায়, ছাপানো বন্ধ হতে যাওয়া তাদের আঞ্চলিক ও স্থানীয় পত্রিকাগুলো ২৯ জুন পর্যন্ত ছাপানো হবে। এরপর থেকে এসব পত্রিকার ৭৬টির অনলাইন সংস্করণ চালু থাকবে, ৩৫টি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে।

কাউন্টার পাঞ্চকে এ প্রতিষ্ঠানের মিডিয়া উইং সিইও রিচার্ড ব্রাভ বলেন, পাঠক সংখ্যা ব্যাপক হারে কমে যাওয়া গেছে, চরম ভাটা পড়েছে বিজ্ঞাপন প্রাপ্তিতে। তাই অনেকে কর্মসংস্থান হারাবেন জেনেও এ ব্যবস্থা নিতে হলো।

নিউজ করপোরেশন অস্ট্রেলিয়ার নির্বাহী চেয়ারম্যান মাইকেল মিলনার বলেন, করোনা মহামারির কারণে সংবাদপত্র শিল্পে স্থায়ী পরিবর্তন আসছে। স্থানীয় ছাপানো পত্রিকাগুলোর টিকে থাকার ওপর এই সংকট প্রভাব ফেলেছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত