ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

আমেরিকায় ৩০ কোটির বেশি বেকার হওয়ার শঙ্কা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২০, ১৬:০০

আমেরিকায় ৩০ কোটির বেশি বেকার হওয়ার শঙ্কা

করোনাভাইরাসের কারণে আমেরিকাজুড়ে ৩০ কোটির বেশি মানুষ বেকার হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও।

সংস্থাটির মহাপরিচালক গাই রাইডার জানিয়েছেন, লকডাউনের কারণে বেকার হওয়া এসব মানুষকে আবারও শ্রমবাজারে যুক্ত করতে কমপক্ষে ১০ বছর সময় লেগে যাবে। এছাড়া করোনার প্রভাবে মহাদেশটিকে বেকারত্ব প্রবণ অঞ্চল হিসেবেও চিহ্নিত করেছে সংস্থাটি।

এদিকে, লকডাউনে কর্মঘণ্টা কমিয়ে দেশটির বেশিরভাগ প্রতিষ্ঠানই চলছে সীমিত আকারে। এতে দ্বিতীয় দফায় ১৩ দশমিক এক শতাংশ মানুষ আবারও চাকরি হারাবে আশঙ্কা করা হচ্ছে।

গত এপ্রিল মাসেই যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২ কোটি ৫ লাখ মানুষ, এতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৪ শতাংশ। ১৯৩০ সালের মহামন্দার পর এতোটা খারাপ সময় পার করেনি দেশটি।

  • সর্বশেষ
  • পঠিত