ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

স্যোশাল মিডিয়া নিয়ন্ত্রণে ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষর

স্যোশাল মিডিয়া নিয়ন্ত্রণে ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষর

সোশ্যাল মিডিয়ার আইনি সুরক্ষা বাতিলের জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি ওই নির্বাহী আদেশ সই করেন বলে জানা গেছে। তবে ট্রাম্পের এই আদেশ আইনি নিরীক্ষণে টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

সম্প্রতি প্রথমবারের মতো ট্রাম্পের পোস্টকৃত দুটি টুইটে ফ্যাক্ট চেক ট্যাগ লাগিয়ে দেয় টুইটার। এরপরই যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি দেওয়ার মাত্র একদিন পরেই এই নির্বাহী আদেশে সাক্ষর করলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের বাক-স্বাধীনতাকে রক্ষা ও সমুন্নত রাখার জন্য তিনি এ পদক্ষেপ নিয়েছেন।

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, সামাজিক মাধ্যমগুলির বর্তমানে আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে যা তার নির্বাহী আদেশের ফলে আর ব্যবহার করা যাবে না।

প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমগুলির সমালোচনা করে বলেন, তারা সংবাদপত্রের চাইতে প্রভাবশালী হয়ে উঠেছে। কিন্তু আমরা এটা হতে দিতে পারি না, এটা খুব অন্যায়।

সামাজিক মাধ্যমগুলোকে নিয়ন্ত্রণের কথা বললেও ট্রাম্পের আসল লক্ষ্য টুইটার। তিনি টুইটার সম্পর্কে বলেন, ‘এটি যদি আইনত বন্ধ করে দেয়া সম্ভব হত, তা হলে আমি তাই করতাম।’

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত