ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ডব্লিউএইচও’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ট্রাম্পের

ডব্লিউএইচও’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ট্রাম্পের

বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি সংস্থাটির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার ঘোষণা দিলেন তিনি।

শনিবার ট্রাম্প এক ঘোষণায় বলেন, ডব্লিউএইচও’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে দেয়া আর্থিক সহযোগিতার সব ফান্ডিং বন্ধ করে ওই অর্থ অন্য কোনও সংস্থাকে দেয়া হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

ট্রাম্পের অভিযোগ, ডব্লিউএইচও-র উপর চীনের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু চীন ওই সংস্থাকে বছরে মাত্র ৪০ মিলিয়ন ডলার দেয়। আমেরিকা সেখানে বছরে ৪৫০ মিলিয়ন ডলার দেয় বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

আমেরিকার দাবি না মানায় এই পদক্ষেপ নেয়া হল বলেও জানিয়েছেন ট্রাম্প।

তিনি আরও অভিযোগ করেন, চীন দিনের পর দিন যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতানোর চেষ্টা করেছে। তাই চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সে দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে গুরুত্বপূর্ণ গবেষণায় যোগ দেয়ার ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হবে বলেও উল্লেখ করেন ট্রাম্প।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছেন, চীনের সঙ্গে আঁতাত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অভিযোগে গত মাসেই সংস্থাটির আর্থিক সহায়তা বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। তবে পরে জানা যায়, ফের টাকা দেয়া শুরু করবে ট্রাম্প প্রশাসন। এরপরই এমন সিদ্ধান্ত।

ট্রাম্পের অভিযোগ, চীনে করোনা মহামারি ছড়িয়ে পড়াকে বিশ্বের কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেনি ডব্লিউএইচও।

আর এই অভিযোগে গত ১৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা মোকাবিলার জন্য দেয়া অনুদানের টাকা আটকে দেয়ার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত