ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

করোনায় ইরান-কাতারের পণ্য পরিবহন ব্যয় বেড়েছে তিনগুণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মে ২০২০, ০৮:৪৫

করোনায় ইরান-কাতারের পণ্য পরিবহন ব্যয় বেড়েছে তিনগুণ

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে ইরান এবং কাতারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন খরচ তিনগুণ বেড়েছে।

ইরান-কাতার চেম্বার অব কমার্সের প্রধান আদনান মুসাপুর শনিবার (৩০ মে) এ তথ্য জানিয়ে বলেছেন, যেখানে একসময় কাতার এবং ইরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ হু হু করে বাড়ছিল সেখানে করোনাভাইরাসের মহামারীর কারণে এখন তা মারাত্মকভাবে কমে গেছে।

২০১৭ সালের জুন মাসে যখন সৌদি আরব এবং তার কয়েকটি মিত্রদেশ কাতারের ওপরে সর্বাত্মক অবরোধ আরোপ করে তখন ইরান ও কাতারের মধ্যে ব্যাপকভাবে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়ে যায়। এর ধারাবাহিকতায় গত ফার্সি বছরে ইরান থেকে কাতারে ৩৩ কোটি ৫০ লাখ ডলারের বিভিন্ন কৃষি পণ্য এবং নির্মাণ সামগ্রী রপ্তানি করা হয়েছে। গত ১৯ মার্চ ফার্সি বছর শেষ হয়েছে। একই সময়ে কাতার থেকে ইরান তিন কোটি ডলার মূল্যের পণ্য কিনেছে। সূত্র: পার্সটুডে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত