ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আসামে ভূমিধস, মৃত কমপক্ষে ২০

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ জুন ২০২০, ১৫:১৩

আসামে ভূমিধস, মৃত কমপক্ষে ২০
ছবি: সংগৃহীত

ভারতের আসামে ভয়াবহ ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত ২০ জন। এ ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। তবে, সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি। মঙ্গলবার দক্ষিণ আসমে এই দুর্ঘটনা ঘটেছে। যে ২০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ লোকই দক্ষিণ আসমের বারাক উপত্যকা এলাকার তিনটি আলাদা জেলার। ওই এলাকায় বিগত বেশ কয়েকদিন ধরে মারাত্মক বৃষ্টি হছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের মধ্যে কাছার জেলার সাতজন, হাইলাকান্দি জেলার সাতজন ও করিমগঞ্জ জেলার ছয়জন রয়েছে। আরো অনেকে আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছে উদ্ধারকারী দল। ধারণা করা হচ্ছে, মৃত ও আহতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আসামের দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় পৃথক ভূমিধসে তিন পরিবারের অন্তত ২০ সদস্য মারা গেছেন। দক্ষিণ আসামের বারাক উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এর মাঝেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে। ভূমিধসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাতজন, হাইলাকান্দি জেলায় সাতজন এবং করিমগঞ্জ জেলায় ৬ জন মারা গেছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত