ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

পশ্চিমবঙ্গে একদিনে করোনায় আক্রান্ত ৩৯৬ জন

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুন ২০২০, ১০:৩০

পশ্চিমবঙ্গে একদিনে করোনায় আক্রান্ত ৩৯৬ জন

বিগত দিনের সব রেকর্ড ভেঙে দিয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গে সর্বোচ্চ করোনায় আক্রান্ত হলেন ৩৯৬ জন। ফলে মমতার রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেল৷ গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়, গত সোমবার থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছে ৩৯৬ জন৷ এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১৬৮ জনে৷ এর মধ্যে সক্রিয় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৪২৩ জন৷

গত ২৪ ঘন্টায় পশ্চিমবাংলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮ জনই কলকাতার বাসিন্দা৷ বাকি দু’জনের একজন উত্তর ২৪ পরগণা৷ অপরজন বীরভূম জেলার বাসিন্দা৷ এ পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৫ জন৷ এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের৷ নতুন করে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১০৪ জন৷ মোট সুস্থ হয়ে উঠেছেন ২৪১০ জন৷

তবে করোনায় আক্রান্ত ও মৃতের দিক থেকে কলকাতার অবস্থা খুবই উদ্বেগজনক৷ কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন, যা রাজ্যটির অন্যান্য জেলার তুলনায় সর্বোচ্চ৷ ফলে কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৯৫ জনে৷ সোমবার এই সংখ্যাটা ছিল ২১৭৯ জনে৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন৷ এই নিয়ে কলকাতার ৯৭০ জন সুস্থ হয়ে উঠেছেন৷

অন্যদিকে কলকাতায় মৃতের সংখ্যাটাও বেশ উদ্বেগজনক৷ গত ২৪ ঘন্টায় কলকাতায় ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে শুধু কলকাতাতেই মৃতের সংখ্যা দাঁড়াল ২২২ জন৷ যেখানে কলকাতাসহ গোটা রাজ্যে মৃতের সংখ্যা মোট ৩৩৫ জন৷ এর মধ্যে কলকাতা বাদ দিলে গোটা রাজ্যে রোনায় মারা গেছে মাত্র ১১৩ জন৷

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় ৯৪৯৫ টি করোনা টেস্ট হয়েছে৷ আগের দিন এই সংখ্যাটা ছিল ৯৪৮০৷ এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ২ লক্ষ ২২ হাজার ৭২৬ জনের৷

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত