ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ভারতে করোনায় আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুন ২০২০, ১২:৩৫

ভারতে করোনায় আক্রান্ত ১ লাখ ছাড়িয়েছে

করোনা সংক্রমণে নতুন রেকর্ড গড়লো ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা সংক্রামিত হয়েছেন ৮ হাজার ৯০৯ জন। যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৬১৫ জন।

এরমধ্যে সুস্থ হয়ে ওঠার হার প্রায় অর্ধেক। ভারতে মোট ১ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এই পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫ হাজার ৮১৫ জন।

দেশটিতে সবথেকে বেশি করোনা সংক্রামিত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। সেখানে মৃত্যু হয়েছে ২৮৬৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৭২ হাজার। যার মধ্যে অবশ্য সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ৩১ হাজার ৩৩৩ জন। এরপরেই রয়েছে গুজরাট, দিল্লি, তামিলনাড়ু এবং রাজস্থান রাজ্য।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গোটা বিশ্বে করোনাভাইরাসে সুস্থতার হার অনেকটাই বেশি ভারতে। অন্য দেশের থেকে করোনা মোকাবিলায় ভারত অনেক ভালো অবস্থানে রয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও মাত্র ১৫ দিনে সেখানে করোনা সংক্রমণ দ্বিগুন হচ্ছে।

অন্যদিকে, ভারত জুড়ে পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে ফিরতে শুরু করায় ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। এমনকী গ্রীন জোনেও ঢুকে পড়েছে করোনা সংক্রমণ। ফলে উদ্বেগ বাড়ছে ভারতের বিভিন্ন রাজ্যে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত