ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

সিদ্ধান্ত বদলাল হু, হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে বাধা নেই

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ জুন ২০২০, ০৬:৪৭

সিদ্ধান্ত বদলাল হু, হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে বাধা নেই

হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত পরিবর্তন করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, ডব্লিউএইচওর গবেষক দল যাচাই করে দেখেছে যে হাইড্রক্সিক্লোরোকুইন সেবনে করোনাভাইরাস রোগীদের ঝুঁকিতে পড়ার কোনো প্রমাণ নেই।

সংস্থারটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহারে বাধা নেই।

প্রসঙ্গত, গত ২৫ মে এই ট্যাবলেটটির পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলেছিল ডব্লিউএইচও।

এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ-ও সতর্কবার্তা দিয়েছিল।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে বিবৃতি দিয়েছিল।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত