ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ফ্রয়েডের হত্যায় ওবামার ক্ষোভ, বিক্ষোভকে সমর্থন

ফ্রয়েডের হত্যায় ওবামার ক্ষোভ, বিক্ষোভকে সমর্থন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, পুলিশি হেফাজতে একজন কালো মানুষের মৃত্যুকে ঘিরে চলমান প্রতিবাদ দেশব্যাপী সংস্কারের সূচনা করতে পারে।

গত ২৫ মে মিনিয়াপলিসে এক পুলিশ কর্মকর্তার হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এবারই প্রথম প্রতিক্রিয়া জানালেন ওবামা।

যদিও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন।

এক ভিডিও বার্তায় ফ্রয়েডের হত্যার নিন্দা করে ওবামা বলেন, ‘প্রায়শই এই সহিংসতার কিছু অংশ এমন কিছু লোকদের কাছ থেকে এসেছে যারা আপনার সেবা এবং সুরক্ষা দিবে বলে মনে করা হয়েছিল।’

তিনি ফ্রয়েডকে লক্ষ্য করে বলেন,‘আমি আপনাকে জানাতে চাই যে আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে আরও জানাতে চাই, আপনার জীবন, একই সঙ্গে আপনার স্বপ্নগুলোও গুরুত্বপূর্ণ।’

তিনি যুক্তরাষ্ট্রের চলমান বিক্ষোভের প্রশংসা করে বলেন, গত কয়েক সপ্তাহে আমেরিকানরা ‘আমাদের দেশে যে ধরণের মহাকাব্যিক পরিবর্তন ও ঘটনা প্রত্যক্ষ করেছে, তা আমি আমার জীবদ্দশায় যা কিছু দেখেছি তার চেয়েও গভীর।’

৫৮ বছর বয়সী ওবামা এখনও সে দেশের ডেমোক্র্যাটদের মধ্যে অসম্ভব জনপ্রিয়। তিনি ৬০’এর দশকের নাগরিক অধিকার আন্দোলনের মারাত্মক উত্থানের কথা উল্লেখ করে বলেন, ‘অর্ধ শতাব্দী আগের তুলনায় আমেরিকানরা এখন অনেক বেশি প্রতিবাদ করছে।’

তিনি মেনে করেন, ‘মানসিকতার যে পরিবর্তন হচ্ছে তা হচ্ছে এটি আরও ভাল স্বীকৃতি এবং আমরা আরও ভাল করতে পারি, "

ওবামা বলেন, একটি সমাজ ও একটি দেশ হিসাবে একটি গতিবেগ তৈরি করা আমাদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ। ‘চলুন আমরা চূড়ান্তভাবে এর প্রভাব ফেলতে আমরা এটি ব্যবহার করি।’

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত