ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশিসহ ২৫৫০ তাবলিগ জামাত সদস্যের ভারতে প্রবেশ নিষিদ্ধ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২০, ১২:০৪

ভারতে ২৫৫০ তাবলিগ জামাত সদস্যের প্রবেশ নিষিদ্ধ

ভারতে লকডাউন চলার সময় ভিসা নীতিমালা লঙ্ঘন করে দেশটিতে অবস্থান করায় বাংলাদেশিসহ ২৫৫০ বিদেশি তাবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করে আগামী ১০ বছর ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্য সরকার দেশজুড়ে মসজিদ এবং ধর্মীয় মাদ্রাসায় অবৈধভাবে বসবাসরত বিদেশিদের বিবরণ দেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে।

কালো তালিকায় থাকা সদস্যদের মধ্যে রয়েছে- ৪ জন মার্কিন নাগরিক, ৯ জন ব্রিটিশ ও ৬ চীনা নাগরিক রয়েছেন বলে জানা গেছে। অন্যান্য কোন দেশের কতজন রয়েছেন সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে মাওলানা সাদ, তার ছেলেসহ অনেকের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে। দিল্লিতে তবলিগ জামাতে হেডকোয়ার্টার নিজামুদ্দিন মার্কাজে এক বিশেষ জমায়েতে তারা যোগ দিয়েছিল। ওই ধর্মীয় জমায়েত থেকে একের পর এক করোনা আক্রান্তের সন্ধান মেলে। এরপরই কেন্দ্রীয় সরকারের নজরে চলে আসে তারা।

  • সর্বশেষ
  • পঠিত