ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

‘করোনা দেবী’র পুজায় লিপ্ত ভারতীয় নারীরা

‘করোনা দেবী’র পুজায় লিপ্ত ভারতীয় নারীরা

করোনা মহামারিতে টালমাটাল গোটা বিশ্ব। এ অবস্থায় সংক্রমণ থেকে বাঁচতে ‘করোনা দেবী’র পুজায় মেতেছে ভারতীয় নারীরা। সে দেশের সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রকাশিত হয়েছে এই অভিনব দেবীর খবর।

স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ওই মারণ ভাইরাসকে ‘মা’জ্ঞানে ‘দেবী’বলে পুজো করেছে বিহারের বক্সার এলাকার নারীরা।

শুক্রবার ভক্তিশ্রদ্ধার সঙ্গে গঙ্গাস্নান সেরে ওই এলাকার মহিলারা করোনা মায়ের উপাসনা করে ৯টি লাড্ডু, ৯টি ফুল, ৯টি লবঙ্গ, ৯টি ধূপকাঠি ধরিয়ে নদীর পাশে গঙ্গামাটিতে পুঁতে দেন। ‘করোনা মায়ের’ প্রতি তাদের ভক্তি দেখে হতবাক হয়েছেন অনেকেই। যে করোনাভাইরাস একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে, সেখানে কিনা তারই করুণা পেতে রীতিমতো হাতজোড় করে পূজা করছেন নারীরা। এ ঘটনাকে দেশটির সাধারণ মানুষদের অন্ধবিশ্বাসের জ্বলন্ত উদাহরণ হিসাবে দেখছেন অনেকেই।

জানা যায়, সম্প্রতি কুসুম দেবী নামে একজন নাকি ভিডিওতে দেখেছিলেন যে, ৯টি লাড্ডু, ৯টি ফুলসহ নানা উপাচার দিয়ে পুজো করলে নাকি প্রসন্ন হন করোনা নামক রোগটিকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন সেই দেবী। কোনওভাবে যদি করোনা মাকে প্রসন্ন করা যায় তবে তার ক্রোধের হাত থেকে রক্ষা পাবে ভারতীয়রা। এ কথা ছড়িয়ে পড়ার পরই দলবেধে ‘করোনা দেবী’র পুজো করেছেন বিহারের ওই নারীরা।

এর আগে ভারতে করোনা তাড়াতে মন্দিরে নরবলি দিয়ে তার মুণ্ডু নিয়ে পুজো করার মতো বীভৎস ঘটনা ঘটতেও দেখা গেছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত