ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

ভেঙ্গে দেয়া হচ্ছে মিনিয়াপোলিসের পুলিশ বিভাগ

ভেঙ্গে দেয়া হচ্ছে মিনিয়াপোলিসের পুলিশ বিভাগ

যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার জের ধরে মিনিয়াপোলিস শহরের পুলিশ বিভাগই ভেঙ্গে দেয়ার পরিকল্পনা করছেন স্থানীয় কাউন্সিল সদস্যরা। এ ঘটনাকে চলমান আন্দোলনের বড় অর্জন মনে করা হচ্ছে।

মিনিয়াপোলিস সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা সেখানকার পুলিশ বিভাগ ভেঙে দেয়ার পক্ষে মত দিয়েছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সেখানকার ১৩ কাউন্সিলের মধ্যে নয়জনই শহরের পুলিশ বিভাগ ভেঙে 'জননিরাপত্তার একটি নতুন মডেল’চালু করার পক্ষে মত দিয়েছেন।

এর আগে ওই শহরের মেয়র জ্যাকব ফ্রে এ উদ্যোগের বিরোধিতা করে বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েছিলেন।

রোববার সিটি কাউন্সিলের ১৩ সদস্য বিক্ষোভকারীদের সামনে এসে স্থানীয় পুলিশ বিভাগকে ভেঙ্গে দেয়ার অঙ্গীকার করেছেন। এর পরিবর্তে তারা জননিরাপত্তায় নতুন মডেল তৈরির কথা বলেছেন, যা সত্যিকার অর্থেই কমিউনিটিকে নিরাপদ রাখবে।

এদিকে পরিস্থিতি কিছু স্বাভাবিক হতে শুরু করায় নিরাপত্তামূলক কিছু পদক্ষেপ প্রত্যাহার করা হয়েছে।

নিউ ইয়র্কে এক সপ্তাহ ধরে চলা কারফিউ তুলে নেয়া হয়েছে। ওয়াশিংটন ডিসি থেকে তিনি ন্যাশনাল গার্ড তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

তবে যুকক্তরাষ্ট্রে বিক্ষোভ এখনও বন্ধ হয়নি। সহিংস বিক্ষোভ এখন শান্তিপূর্ণ প্রতিবাদে রূপ নিয়েছে। শনিবার বিশাল র‍্যালি হয়েছে ওয়াশিংটন ডিসি, শিকাগো ও স্যানফ্রান্সিককোতে। রোববার ফ্রয়েড হত্যার ঘটনায় যুক্তরাজ্য ও জার্মানিসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও প্রতিবাদ হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত