ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

করোনা সংক্রমণে চীনকে ছাড়িয়ে ভারতের মহারাষ্ট্র রাজ্য

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ০৮ জুন ২০২০, ১২:৩৫

করোনা সংক্রমণে চীনকে ছাড়িয়ে ভারতের মহারাষ্ট্র রাজ্য

ভারতে আনলক -১ শুরু হতেই ব্যাপকহারে বেড়ে গিয়েছে করোনা সংক্রমণ। সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জনে।

করোনায় মৃত্যু বেড়ে পৌঁছে গিয়েছে ৭ হাজার ১৩৫ জনে। তবে ভারতে একদিকে যেমন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা তেমনি সুস্থও হচ্ছেন অনেকে। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে করোনা মুক্ত হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৯৫ জন মানুষ।

ভারতে করোনা সংক্রমনে সবথেকে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্র রাজ্যের। করোনা আক্রান্তের নিরিখে ইতিমধ্যেই চীনকে টপকে গিয়েছে শুধুমাত্র সে দেশের মহারাষ্ট্র রাজ্য। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা সংক্রামত হয়েছেন ৩,০০৭ জন। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ৮৫ হাজার ৯৭৫ জন। যারমধ্যে মৃত্যু হয়েছে ৩০৬০ জনের।

মহারাষ্ট্রের পরে করোনা আক্রান্তের নিরিখে রয়েছে তামিলনাড়ু রাজ্য। সেখানে নতুন করে ১ হাজার ৫১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৬৭ জনে। মারা গ্যেছেন ২৬৯ জন।

ভারতের রাজধানী দিল্লিতে সোমবার সকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৬৫৪ জন। যার মধ্যে মারা গিয়েছেন ৭৬১ জন।

গুজরাটে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৯ হাজার ৫৯২ জন। মৃত ১ হাজার ২১৯ জন।

এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যেও ক্রমশ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা সংক্রামিত হয়েছেন ৪৪৯ জন। ফলে এই পর্যন্ত ওই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৮৭ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৬ জন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত