ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

‘ইরান, রাশিয়া, চীন ও কিউবা ভেনিজুয়েলার প্রকৃত বন্ধু’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ জুন ২০২০, ১৭:২৬

‘ইরান, রাশিয়া, চীন ও কিউবা ভেনিজুয়েলার প্রকৃত বন্ধু’
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

ইরান, রাশিয়া, চীন এবং কিউবা ভেনিজুয়েলার প্রকৃত বন্ধু বলে মন্তব্য করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি কিউবার জনগণের জন্য এইসব দেশ যে মানবিক সহায়তা পাঠিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রোববার জাতীয় টেলিভিশনের দেয়া বক্তৃতায় মাদুরো বলেন- ‘চীন, রাশিয়া, ইরান এবং কিউবা থেকে মানবিক সহায়তা আসছে। তারাই আমাদের প্রকৃত বন্ধু।’

এ সময় তিনি আমেরিকারকে তিরস্কার করে বলেন, ওয়াশিংটন দুই কোটি ডলার অর্থ সহায়তার অঙ্গীকার করেছিল অথচ এ পর্যন্ত তারা একটি ডলারও দেয় নি।

মার্কিন সরকার গত কয়েক বছর ধরে ভেনিজুয়েলার বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। শুধু তাই নয়, নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার পরও মাদুরোর পদত্যাগ দাবি করে মার্কিন সরকার দেশটিতে রাজনৈতিক হস্তক্ষেপ করছে এবং বিরোধী নেতাকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিযুক্ত করার ষড়যন্ত্র করে আসছে।

এ অবস্থার মধ্যে ইরান গতমাসে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাঁচটি জাহাজে ভরে ভেনিজুয়েলার জন্য বিপুল পরিমাণ তেল পাঠিয়েছে। সে তেল এখন দেশের জনগণের জন্য ব্যবহার করছে মাদুরো সরকার। সূত্র: পার্সটুডে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত