ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

অস্ট্রেলিয়ায় সাইবার হামলা হয়েছে: প্রধানমন্ত্রী মরিসন

অস্ট্রেলিয়ায় সাইবার হামলা হয়েছে: প্রধানমন্ত্রী মরিসন

অস্ট্রেলিয়ার সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে টার্গেট করে সাইবার হামলা চালানো হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বিবিসি।

আর তার দাবি, রাষ্ট্রীয়ভাবে এই হামলা চালানো হয়েছে। যদিও তিনি কারো নাম উল্লেখ করেননি।

প্রধানমন্ত্রী জানান, এই হামলায় টার্গেট করা হয়েছিল তার সরকারের সকল ধরনের প্রতিষ্ঠান, একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান সকল প্রয়োজনীয় সার্ভিসগুলোকে। ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে এমনটি জানান মরিসন।

তার দাবি, সাইবার হামলার ধরণ থেকে বোঝা যাচ্ছে, এই ঘটনা নিশ্চিতভাবে ‘সফিসটিকেটেড স্টেট-বেসড সাইবার অ্যাক্টর’। তবে তিনি সুনির্দিষ্টভাবে কারো নাম বলেননি। এই হামলায় কোনও ক্ষতি হয়েছে কিনা সে ব্যাপারেও বিস্তারিত জানাননি। কেবল জানিয়েছেন, দীর্ঘ কয়েক মাস ধরেই এই সাইবার হামলার চেষ্টা চলেছে।

কারা এই হামলার পিছনে রয়েছে তা তদন্ত করে দেখা হবে বলেx জানান হয়েছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত