ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে ফের উদগিরণ

ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে ফের উদগিরণ

ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপি আগ্নেয়গিরিতে আবারও শুরু হয়েছে উদ্গিরণ। প্রায় তিন হাজার মিটার উঁচু এই আগ্নেয়গিরি থেকে রোববার দুবার ধোঁয়া ও গ্যাস বের হতে দেখা গেছে।

ইন্দোনেশিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা জানিয়েছে, দুবারের ওই উদগিরণ প্রায় ৭ মিনিট স্থায়ী ছিল। ওই আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাই আকাশের ৬ হাজার মিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল।

উদগিরণ শুরু হওয়ার পর ওই আগ্নেয়গিরির আশপাশের এলাকা থেকে লোকজনকে তিন কিলোমিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

তবে এ ঘটনায় কোনো সতর্কতা সংকেত দেয়নি ইন্দোনেশিয়ার ভলকানোলোজি অ্যান্ড জিওলোজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন সেন্টার।

প্রসঙ্গত, মাউন্ট মেরাপিতে সবশেষ বড় ধরনের অগ্ন্যুৎপাত হয় ২০১০ সালে। তাতে তিনশো’র বেশি মানুষের মৃত্যু হয়। তখন আগ্নেয়গিরিটির আশপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষকে।

আগ্নেয়গিরিটির সবচেয়ে ভয়াবহ উদ্‌গিরণ হয় ১৯৩০ সালে। তখন প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আর ১৯৯৪ সালে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় প্রাণ হারিয়েছিল ৬০ জন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত