ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

‘ইরানের বিরুদ্ধে শত্রুরা আর কোনো যুদ্ধে জড়াবে না’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০২০, ০০:১৯

‘ইরানের বিরুদ্ধে শত্রুরা আর কোনো যুদ্ধে জড়াবে না’
ফাইল ছবি

গত ৪০ বছরে ইরানের প্রতিরক্ষা শক্তি অনেক বেড়েছে, এ কারণে শত্রুরা ইরানের বিরুদ্ধে আর কোনো যুদ্ধ করবে না বলে মন্তব্য করেছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।

তিনি রোববার রাজধানী তেহরানে এক বৈঠকে আরও বলেছেন, বিশ্বের অনেক মুসলিম ও অমুসলিম দেশে ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব পড়েছে। এ কারণে শত্রুরা এখন আগের চেয়ে বেশি বিপদ অনুভব করছে এবং ইরানি জাতির জন্য নানা সমস্যা তৈরির চেষ্টা করছে।

আইআরজিসি'র কমান্ডার বলেন, শত্রুরা কখনোই ইরানের বিরুদ্ধে শত্রুতা ও ষড়যন্ত্র বন্ধ করবে না, কারণ তারা ইসলামি ইরানকে বিশ্বব্যাপী সচেতনতা এবং উৎসাহ-উদ্দীপনার উৎস বলে মনে করে। সূত্র: পার্সটুডে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত