ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সৌদির কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি

নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে সৌদির কাছে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রি

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করে রায় দিয়েছে যুক্তরাজ্যের এক আদালত। কিন্তু সেই রায় অগ্রাহ্য করে রিয়াদের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে দেশটির সরকার।

যুক্তরাজ্য থেকে প্রাপ্ত অস্ত্র সৌদি আরব

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান পত্রিকা রোববার এক প্রতিবেদনে জানায়, দেশটির আপিল আদালত গত বছর সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি বেআইনি বলে ঘোষণা করেছে। পাশাপাশি মানবাধিকার আইন ভঙ্গ করে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যেসব বেসামরিক নাগরিক হত্যা করছে তার জন্য ব্রিটিশ মন্ত্রীদের অভিযুক্ত করেছে ওই আদালত। তখন আদালত যুক্তরাজ্যের সরকারের প্রতি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির জন্য নতুন লাইসেন্স ইস্যু না করারও নির্দেশনা দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ অগ্রাহ্য করে সত্ত্বেও সৌদি আরবে অস্ত্র রপ্তানি অব্যাহত রেখেছে দেশটি।

এর অংশ হিসেবে যুক্তরাজ্য সৌদি আরবের কাছে জঙ্গিবিমানের নানা উপকরণ এবং বিমান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে।

২০১৯ সালের রিপোর্টে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় অস্ত্র রপ্তানিকারক কোম্পানি‘বিএই সিস্টেমস’।

সূত্র-পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত