ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

করোনার আশঙ্কায় আত্মহত্যা, রিপোর্টে মেলেনি ভাইরাস

করোনার আশঙ্কায় আত্মহত্যা, রিপোর্টে মেলেনি ভাইরাস
প্রতীকী ছবি

ভারতে করোনাভারাস হয়েছে মনে করে আত্মহত্যা করেছেন হাসপাতালে আইসোলেশনে থাকা এক ব্যক্তি। কিন্তু আত্মহত্যার কয়েক ঘণ্টা পর তার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে।

সোমবার সন্ধ্যায় বিহারের পাটনা শহরের এইমস হাসপাতালে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

এইমস পটনা হাসপাতালের চিকিৎসক সঞ্জীব কুমার জানিয়েছেন, ‘গত ১৫ জুন ওই রোগীকে ভর্তি করা হয়। প্রথম পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে সোমবার ফের পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ওই রিপোর্ট হাতে আসার কয়েক ঘণ্টা আগেই তিনি আত্মহত্যা করেন।’

তিনি আরও জানান, ‘ওই রোগীকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা করা হচ্ছিল। ঘটনার দিন পাশের একটি ঘরে ঢুকে তিনি দরজার ছিটকিনি তুলে দেন। তারপর ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তার মরদেহ হেফাজতে নিয়েছে।’

বিহারে এই প্রথম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোনও করোনা রোগী আত্মঘাতী হলেন।

সোমবার বিহারে আরও ১৪৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮০৮ জন এবং মারা গেছে আরও ৫২ জন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত