ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, মৃত ৪১৮ জন

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ২৫ জুন ২০২০, ১১:২৪

ভারতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, মৃত ৪১৮ জন
প্রতীকী ছবি

ভারতে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৩ জন। মৃত্যু হয়েছে ৪১৮ জনের। নতুন করে করোনা আক্রান্তের ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লক্ষ ৭৩ হাজার ১০৫ জন। করোনায় মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮৯৪ জনের।

ভারতে এই মুহুর্তে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ১ লক্ষ ৮৬ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৭১ হাজার ৬৯৭ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার মাইলস্টোন গড়েছে ভারত। একদিনে ২ লাখ স্যাম্পল টেস্ট করা হয়েছে। সরকারি ল্যাবরেটরিতে এখনও অবধি ১,৭১,৫৮৭টি এবং বেসরকারি ল্যাবরেটরিতে ৪৩,৬০৮টি স্যাম্পল টেস্ট করা হয়েছে।

এদিকে ভারতে লকডাউন শিথিল করার ফলে রাস্তায় বাড়ছে মানুষের আনাগোনা। আর এর মধ্যেই দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এদিকে করোনা সংক্রমণ বেড়ে চলার কারনে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে লকডাউন বাড়ানোর ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে লকডাউনের ক্ষেত্রে কন্টেইনমেন্ট জোন ছাড়া তেমনি কড়াকড়ি থাকবে না।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত