ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

প্রিন্স চার্লসের আয় বেড়ে দাঁড়িয়েছে ২২.২ মিলিয়ন পাউন্ড

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২০, ১৭:২৪

প্রিন্স চার্লসের আয় বেড়ে দাঁড়িয়েছে ২২.২ মিলিয়ন পাউন্ড

প্রিন্স চার্লসের আয় ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.২ মিলিয়ন পাউন্ড। ডেইলি মেইল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ব্রিটিশ রাজ পরিবারের উত্তরাধিকার হিসেবে প্রিন্স চার্লসের আয় আসে প্রচুর জমাজমি, ভবন ও আর্থিক বিনিয়োগ থেকে। তবে করোনার কারণে প্রিন্স চার্লসের এ আয় ব্যাপক হ্রাস পাবে আগামী বছর। এ আয়ের সিংহভাগ ব্যয় হয় তার লন্ডন অফিস ও দাতব্য কাজে।

চার্লসের বড় পুত্র প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেটের কিছু জনহিতকর কাজ ও তাদের ব্যক্তিগত খরচেও ব্যয় হয় এ অর্থ। প্রিন্স চার্লস তার ছোট ছেলে প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী মেগান মার্কেলকেও অর্থনৈতিকভাবে সহায়তা করেন।

প্রিন্স চার্লসের আয় দেখাশোনা করেন অ্যালাস্টার মার্টিন, তিনি বলছেন ২১ বছর বয়সে চার্লস তার আয় সম্পর্কে খোঁজ খবর নেন। ইংল্যান্ড ও ওয়েলসে অন্তত ২৩টি বড় জমির মালিক তিনি। কেনিংটনে ওভাল ক্রিকেট স্টেডিয়াম চার্লসের মালিকানায়, ডার্টমুরে ৬৭ একর জমি ছাড়াও রয়েছে দক্ষিণ লন্ডনে আরো জমি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত