ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

গাড়িতে অনৈতিক সম্পর্ক, বিব্রত জাতিসংঘ

গাড়িতে অনৈতিক সম্পর্ক, বিব্রত জাতিসংঘ

জাতিসংঘের গাড়িতে বসে প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন এক যুগল। সম্প্রতি কয়েক সেকেন্ডের ওই ভিডিও প্রকাশ পেতেই চরম অস্বস্তিতে পড়েছেন সংস্থাটির মহাসচিব আন্তেনিও গুতেরেস।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, জাতিসংঘের গাড়িতে ওই অনৈতিক কর্মকাণ্ডটি ঘটেছে ইসরায়েলে।

আর গাড়ির ভিতরে থাকা যে ব্যক্তিটি ওই কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি জাতিসংঘের এক কর্মকর্তা। তাই দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে জাতিসংঘ। অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের কথাও বলা হয়েছে।

ভিডিওটি ধারণ করা হয়েছে ইসরায়েলের রাজধানী তেলআবিবের এক ব্যস্ত সড়ক থেকে। ভিডিও ক্লিপে দেখা যায়, জাতিসংঘের চিহ্ন দেয়া গাড়িতে লাল রংয়েরে পোশাক পরা নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বসে আছেন জাতিসংঘের ওই কর্মকর্তাটি। তবে তার পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ভিডিও।

জাতিসংঘ এই ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে। একইসঙ্গে ভিডিওতে আপত্তিকর অবস্থায় থাকাদের শনাক্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি।

ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ইসরায়েলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে থাকা কোনও স্টাফ মেম্বার।

জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টাফেন দুজারিক ১৮-সেকেন্ডের ভিডিওকে ‘জঘন্য’ বলে বর্ণনা করেছেন।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত