ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাবের ওপর মঙ্গলবার বক্তব্য রাখতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি সোমবার রাতে এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন।

২প্রসঙ্গত, ০১৫ সালে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলো যে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করেছিল, সেটি নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের আওতায় তা অনুমোদিত হয়।

জাতিসংঘের ওই প্রস্তাবে যেসব কথা বলা হয়েছে তার অন্যতম হচ্ছে- ইরান ওই চুত্তির সব শর্ত সঠিকভাবে মেনে চললে পাঁচ বছর পর তেহরানের ওপর থেকে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। ইরান বলছে, সেই শর্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসে ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা।

কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্র কয়েকটি পশ্চিমা দেশ ইরানের ওপর থেকে এই অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোর বিরোধিতা করছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির ওপর নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছে।

এ নিয়েই নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে চলেছেন জাওয়াদ জারিফ।

এ সম্পর্কে সোমবার রাতে টুইটারে তিনি জানান, ‘আমেরিকা একাই শুধু পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে না, সেটি লঙ্ঘনের জন্য অন্য দেশগুলোর ওপরও চাপ প্রয়োগ করছে।’

এ বিষয়টির ওপরই তিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখবেন বলে টুইটারে আরও জানিয়েছেন।

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত