ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৭:৩৭

হংকং-চীনে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম

হংকংয়ের কাছে প্রতিরক্ষা ও অন্যান্য সরঞ্জাম রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা ঝুঁকির জন্য চীনের বিরুদ্ধেও ওই একই ব্যবস্থা নেয়া হচ্ছে। হংকংয়ের ওপর চীনের নুতন নিরাপত্তা আইন ঘোষণার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার খাতিরে আমরা এ ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি।

আমরা মূল ভূখণ্ড চীন ও হংকংয়ের মধ্যে এসব রপ্তানিতে ভেদাভেদ আনতে চাইনা। তিনি বলেন, পিপলস লিবারেশন আর্মি'র কাছে এসব প্রতিরক্ষা সামগ্রী চলে যাবে এবং তারা এ অস্ত্র স্বৈরাচারকে সমুন্নত রাখতে ব্যবহার করবে, এমন ঝুঁকি আমরা নিতে পারছি না। সূত্র: ভোয়া বাংলা

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত