ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানে গরুর হাটে বোমা হামলা, নিহত ২৩

আফগানিস্তানে গরুর হাটে বোমা হামলা, নিহত ২৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিলমান্দে মর্টার শেল ও গাড়িবোমা হামলায় শিশুসহ কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। সোমবার প্রদেশের সানগিন জেলার এক গরুর হাটে ওই ভয়াবহ হামলা চালানো হয়।

ওই হামলায় নিহদের মরদেহ ইতালি সরকারের পরিচালিত একটি হাসপাতালে রাখা হয়েছে। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে এ হামলার ঘটনায় আফগান সরকার ও তালেবান গোষ্ঠী পরস্পরকে দোষারোপ করেছে।

এক বিবৃতিতে আফগান সরকার বলছে, উগ্রপন্থী সংগঠন তালেবান গোষ্ঠীই এ হামলা চালিয়েছে। অন্যদিকে তালেবান নিয়ন্ত্রিত প্রত্যন্ত এই অঞ্চলে হামলার জন্য সরকারকে দোষারোপ করছে গোষ্ঠীটি।

হামলার পর তালেবানরা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আপলোড করে দাবি করছে এ হামলা আসলে সরকারি বাহিনী করেছে।

ভিডিওটিতে দেখা যায়, দাঁড়িওয়ালা এক লোক হামলায় প্রাণ হারানো দুজনকে দেখিয়ে বলছেন- নিহতদের একজন আমার ভাই, আরেকজন আমার ভাতিজা।

এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি বলছে, এলাকাটি তালেবান শাসিত ও দুর্গম হওয়ায় এই হামলার পিছনে কারা জড়িত এ সম্পর্কে তৃতীয় কোনও নিরপেক্ষ সূত্র থেকে খবর যাচাই করা সম্ভব হয়নি রিপোর্টারদের পক্ষে।

সম্প্রতি আফগানিস্তানে হঠাৎ করেই বেড়ে গেছে রক্তক্ষয়ী হামলার ঘটনা। এ জন্য আফগান সরকার এবং দেশটিতে অবস্থান করা মার্কিন মিত্রবাহিনী তালেবানদেরই দায়ী করে আসছে।

সূত্র: এবিসি নিউজ

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত