ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

বিতর্কিত বিল পাস: প্রথম দিনেই হংকংয়ে ১৮০ বিক্ষোভকারী গ্রেপ্তার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২০, ০৮:৪৭

হংকংয়ে ১৮০ বিক্ষোভকারী গ্রেপ্তার

চীনে আরোপ করা বিতর্কিত নতুন নিরাপত্তা আইনের প্রথম দিনেই হংকংয়ের ১৮০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ব্রিটিশ শাসন অবসানের ২৩ বছর পূর্তি উপলক্ষে হংকংয়ের প্রধান সড়কে কয়েক হাজার মানুষ জড়ো হয়। সেসময়ে নতুন নিরাপত্তা আইনের বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

পুলিশ জানিয়েছে, নতুন আইনের আওতায় কিছু অপরাধের জন্য ওইসব বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভে স্লোগান দেওয়া হয় যে, ‘হংকংকে মুক্তি দিন’, ‘কালো পোশাকধারী পুলিশের বিরোধিতা করুন’। এছাড়া অনেকে দুর্নীতি প্রসঙ্গেও স্লোগান দেয়। অনেকে কালো প্ল্যাকার্ডে লিখেন যে, ‘খারাপ জাতীয় নিরাপত্তা আইনের বিরোধিতা করুন।’

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ স্প্রে, জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। এরপর সেখান থেকে ১৮০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

চীনের পার্লামেন্টে পাস হওয়া বিতর্কিত হংকং নিরাপত্তা আইন ভঙ্গের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। ৩০ জুন বেইজিংয়ের সর্বোচ্চ আইন পরিষদে এটি পাস হয়।

  • সর্বশেষ
  • পঠিত