ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

গাড়ি তৈরিতে টয়োটাকে টপকে গেল টেসলা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১৬:৪৫

গাড়ি তৈরিতে টয়োটাকে টপকে গেল টেসলা

১৩০ বছর ধরে বিশ্বের শীর্ষ গাড়ি নির্মাতা জাপানি কোম্পানি টয়োটাকে টপকে গেছে মার্কিন গাড়ি প্রতিষ্ঠান টেসলা। সিএনএন এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

টয়োটার বাজার মূলধন ২০১.৯ বিলিয়ন ডলার কিন্তু এ বছরের শুরু থেকে শেয়ারবাজারে টেসলার শেয়ার মূল্য দ্বিগুণেরও বেশি (৩.২ শতাংশ) বৃদ্ধি পায়। টেসলার মূলধন এখন ২০৭.২ বিলিয়ন ডলার।

গত ১০ বছর ধরে টেসলার সিইও এলন মাস্ক অনেক বিধি ভেঙ্গেছেন, অনলাইনে গাড়ি বিক্রি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ায় অতিরিক্ত খরচে গাড়ি ইঞ্জিন তৈরি করেছেন। কিন্তু শেয়ার বাজারে তার বাজার মূলধন স্ফীতি এসব সমালোচনাকে থামিয়ে দিয়েছে। এখন টেসলা বিশ্বের সর্ববৃহৎ গাড়ি নির্মাতা।

এবছর প্রথম প্রান্তিকে টেসলা ১ লাখ ৩ হাজার গাড়ি তৈরি করে। টয়োটর নির্মিত গাড়ির ৪ শতাংশ হলেও টেসলার এসব গাড়ি সাশ্রয়ী ও বাজারে নির্ভরযোগ্যতার ভিত্তি তৈরি করে এবং এরপর টেসলা আর পিছনে ফিরে তাকায়নি। জানুয়ারিতে টেসলা জার্মানির ভক্সওয়াগনকে ছাড়িয়ে যায়। ভক্সওয়াগনের দ্বিগুণ গাড়ি তৈরি করছে টেসলা।

অন্যদিকে টয়োটার লোকসানের পরিমান দাঁড়িয়েছে ৮০ শতাংশ। বিদ্যুৎচালিত গাড়ি তৈরিতে বিলম্ব টয়োটাকে পিছনে ফেলে দেয়। স্বচালিত গাড়ি বা নতুন বিনিয়োগ করেও টয়োটা পিছিয়ে যাওয়া ঠেকাতে পারছে না কারণ কোভিড মহামারী আরেক বড় ধাক্কা দিয়েছে গাড়ির বাজারে।

পুঁজিবাজারে টয়োটার ১৪.৩ শতাংশ শেয়ার রয়েছে যার আর্থিক মূল্য ৩০ বিলিয়ন ডলার যা ট্রেজারি স্টক হিসেবে ধারণকৃত। টেসলা কোনো ট্রেজারি শেয়ার রাখে না।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত