ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

বতসোয়ানায় দুই মাসে ৩৫০ হাতির রহস্যজনক মৃত্যু

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১৭:০৬

বতসোয়ানায় দুই মাসে ৩৫০ হাতির রহস্যজনক মৃত্যু

আফ্রিকার দেশ বতসোয়ানায় গত দুই মাসে অন্তত ৩৫০টি হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। গণহারে হাতিদের এমন মৃত্যুর ঘটনা নজিরবিহীন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রাণীবিদ ড. নিয়াল ম্যাককান জানিয়েছেন, তাঁর একাধিক সহকর্মী গত মে মাসের শুরু থেকে এ পর্যন্ত বতসোয়ানার ওকাভাঙ্গো ব-দ্বীপ অঞ্চলে তিন শতাধিক হাতির মরদেহ পড়ে থাকতে দেখেছেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মৃত হাতিদের দাঁত অক্ষত থাকায় চোরাশিকারিরা সেগুলোকে হত্যা করেনি বলে প্রাথমিকভাবে মনে হলেও প্রাকৃতিক, বিষক্রিয়া না অন্য কোনো কারণে এই বিপুল সংখ্যক হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বতসোয়ানার সরকার বলেছে, তারা কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের তিনটি ল্যাবরেটরিকেও মৃত হাতিদের নমুনা পরীক্ষা করে দেখতে বলবে।

নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, রিপোর্ট আসতে অন্তত আরো এক সপ্তাহ সময় লাগবে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত