ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

এবার মঙ্গলে নভোযান পাঠাচ্ছে আমিরাত

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১৪:১০

এবার মঙ্গলে নভোযান পাঠাচ্ছে আমিরাত

এবার মঙ্গল গ্রহে নভোযান পাঠাচ্ছে আরব আমিরাত এমন তথ্য পাওয়া গেছে রয়টার্সের এক প্রতিবেদনে।

পারমাণবিক কর্মসূচি, মহাকাশে মানুষ পাঠানোর মতো উদ্যোগের পর এবার দেশটি মঙ্গল গ্রহ পর্যবেক্ষণের মতো কাজে যুক্ত হতে যাচ্ছে।

‘হোপ’ নামের বিশেষ মানববিহীন মহাকাশযান ১৫ জুলাই জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। ফেব্রুয়ারিতে এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে।

এর লক্ষ্য মঙ্গল গ্রহের আবহাওয়ামণ্ডলের গতিপ্রকৃতির বিস্তারিত ছবি পাঠানো এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের পথ বের করা। আগামী ১০০ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনে যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই বিশাল লক্ষ্যের সূচনা এটি।

মঙ্গলের শহর কেমন হতে পারে, তা নিয়ে কাল্পনিক কাঠামো তৈরিতে স্থপতিদের ভাড়া করেছে আমিরাত। স্থপতিরা এর মরুভূমিতে নির্মিতব্য ‘সায়েন্স সিটির’ নকশাও তৈরি করবেন। দুবাই এ জন্য প্রায় ৫০ কোটি দিরহাম ব্যয় করেছে। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে এটি মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত