ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

১৭ বছর পর মৃত্যুদণ্ডের কার্যাদেশ যুক্তরাষ্ট্রে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২০, ১৮:৪৮

১৭ বছর পর মৃত্যুদণ্ডের কার্যাদেশ যুক্তরাষ্ট্রে

১৭ বছর পর মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিলেন মার্কিন সুপ্রিমকোর্ট। আরটি এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মৃত্যুদণ্ডের রায় কার্যকর না করতে যুক্তরাষ্ট্রের আইন বিভাগের বিরুদ্ধে একাধিক আসামির স্বজন মামলা করায় তাদের রায় বছরের পর বছর ধরে ঝুলে ছিল।

সোমবার দেশটির সুপ্রিমকোর্ট এসব আসামির বিরুদ্ধে রায় কার্যকরে আইনি বাধা দূর করতে মৃত্যুদন্ড কার্যকরের আদেশ দিয়েছেন। ফলে কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রায় কার্যকরের বাধা কাটল।

তিন খুনের আসামি ড্যানিয়েল লুইস লির মৃত্যু্দন্ড কার্যকরের মধ্য দিয়ে ১৭ বছর পর দেশটিতে আবারও মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হতে যাচ্ছে।

সুপ্রিমকোর্টে ৫-৪ ভোটে মৃত্যুদণ্ডের পক্ষে রায় আসে। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরকে অমানবিক ও অপ্রচলিত প্রদ্ধতি দাবি করে এর বিরুদ্ধে আসামিপক্ষ মামলা করায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন গুরুতর আমামির মৃত্যুদণ্ড ঝুলে ছিলো।

এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেন, আইন বিভাগ যাতে দেশের আইন ও বিচারব্যবস্থা সমুন্নত রাখতে পারে, এ জন্য দণ্ডাদেশ কার্যকরের বাধা দূর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত