ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

৮৬ বছর পর আয়া সোফিয়ায় জুমার নামাজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০২০, ১৭:১৭  
আপডেট :
 ২৪ জুলাই ২০২০, ২১:১৫

৮৬ বছর পর আয়া সোফিয়ায় জুমার নামাজ

আয়া সোফিয়াকে মসজিদে রূপ দেয়ার পর প্রথম জুমায় হাজারো মুসল্লিদের সঙ্গে যোগ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খালিজ টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ও রুশ বার্তা সংস্থা স্পুটনিকের ফেসবুক পাতা থেকে যা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে ফেস মাস্ক পরা এরদোগানকে নীল গালিচায় বসে থাকতে দেখা গেছে।

সেইত কোলাক নামের এক মুসল্লি বলেন, আমাদের ৮৬ বছরের আকাঙ্ক্ষার আজ অবসান হচ্ছে। যে জন্য আদালত ও আমাদের প্রেসিডেন্টকে আমরা ধন্যবাদ জানাই। আজ আমরা আয়া সোফিয়ায় নামাজ আদায় করতে পারছি।

ইস্তানবুলের গভর্নর আলী ইয়ারলিকায়া বৃহস্পতিবার এক ঘোষণায় বলেন, মুসলমানরা আবেগে আনন্দিত। তারা সেখানে প্রথম জুমায় অংশ নিতে অধীর হয়ে আছেন। তিনি বলেন, ‘সবাই এখন জুমার নামাজের জন্য অপেক্ষায় রয়েছে। মানুষ উন্মুখ হয়ে আছে জুমায় অংশ নেয়ার জন্য।’

তিনি জানিয়েছেন, ‘অন্তত ৫টি আলাদা ব্যবস্থা নেয়া হয়েছে ভিড় এড়িয়ে যাওয়ার জন্য। করোনার বিষয়টি মাথায় রেখেই স্বাস্থ্যবিধি নিয়ে কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।’

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত