ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ব্রাজিলে মৃত্যু সংখ্যা লাখের দিকে ছুটছে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২০, ০৯:২৬

ব্রাজিলে মৃত্যু সংখ্যা লাখের দিকে ছুটছে

করোনার অন্যতম হটস্পট ব্রাজিলে মৃত্যু সংখ্যা লাখের দিকে ছুটে যাচ্ছে। সংখ্যাটি এরই মধ্যে ৯০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আর ১৫৯৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ১৩৪ জন।

এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৭৪ জনের শরীরে। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৫৫ হাজার।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। দেশটিকে প্রয়োজনীয় সংখ্যক টেস্ট হচ্ছে না। টেস্টের সংখ্যা বাড়ানো হলে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে।

এদিকে, ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার, আক্রান্ত ৪৫ লাখ ৬৮ হাজার।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত