বৈরুতে বিস্ফোরণ, এক বাংলাদেশি নিহত
জার্নাল ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ১২:২৮ আপডেট : ০৫ আগস্ট ২০২০, ১২:৩৯
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
দূতাবাসের এক কর্মকর্তা জানান, হামলায় এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি বাংলাদেশি শ্রমিক। কয়েকজন বাংলাদেশি প্রবাসীও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। দূতাবাস প্রবাসীদের বিষয়ে খোঁজ নিচ্ছে।
প্রসঙ্গত, লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ হাজার জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পরে ভয়াবহ ওই বিস্ফোরণ ঘটে।
বাংলাদেশ জার্নাল/কেআই