ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ১৩:৪১

শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

করোনার মধ্যে শ্রীলঙ্কায় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিশেষজ্ঞদের মতে, অঙ্কের হিসেবে এগিয়ে বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

দেশটিতে প্রায় এক কোটি ৬০ লাখ ভোটার রয়েছেন। ২২৫ টি সংসদীয় আসনের জন্য লড়াই করছেন ৭০টি দলের ৭ হাজার ৪৫২ জন প্রার্থী। এর মধ্যে ৩১৩ জন নির্দল প্রার্থীও আছেন।

করোনাকালে এই ভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন ঘিরে অতিরিক্ত উৎসাহ আছে। সরকার জানিয়েছে, ব্যালট পেপারে ভোট হবে। এবং প্রতিটি বুথে করোনাকালীন নিয়ম পালন করা হবে।

এক বছর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন গোটাবায়া রাজাপাকসে। পডুজানা পেরামুনা(এসএলপিপি) দল থেকে মনোনীত হয়েছিলেন তিনি। গোটাবায়া আবার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের দাদা। এসএলপিপির প্রতিষ্ঠাতা প্রধান মাহিন্দা।

প্রসঙ্গত, নির্বাচনটি মূলত এপ্রিলে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ মহামারিজনিত কারণে দুবার পিছিয়ে দেয়া হয়েছিল। শ্রীলঙ্কায় এই ভাইরাসে প্রায় ২ হাজার ৮৩৪ জন আক্রান্ত হয়েছেন এবং ১১ জনের মৃত্যু হয়েছে।

ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার গণনা শুরু হবে এবং শুক্রবার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত