ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

লেবাননে জাতীয় ঐক্যের ডাক হিজবুল্লাহর

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২০, ১৭:২৪

লেবাননে জাতীয় ঐক্যের ডাক হিজবুল্লাহর

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের নিন্দা জানিয়ে জাতীয় দুর্যোগ মোকাবেলায় রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সশস্ত্র ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবারের বিস্ফোরণের পর সংগঠনটির পক্ষ থেকে জাতীয় ঐক্যের ডাক দেয়া হয়। বিস্ফোরণে হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে হিজবুল্লাহ।

সংগঠনটি তাদের বিবৃতিতে বলেছে, নজিরবিহীন ধ্বংসযজ্ঞ ও বেদনাদায়ক বিপর্যয়ের পর এই কঠিন পরীক্ষায় জনগণের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য হিজবুল্লাহ মেডিক্যাল টিম মোতায়েন করেছে এবং সব ধরনের সহযোগিতা দেয়ার কথা ঘোষণা দিয়েছে। এছাড়া, হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ বুধবার যে বক্তব্য দেয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গ, বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আশপাশের এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে এখন শতাধিক। আহত হয়েছেন চার হাজারের বেশি।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত