ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

পাকিস্তানে গ্রেনেড হামলা, আহত ৩০

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১০:২৩

পাকিস্তানে গ্রেনেড হামলা, আহত ৩০

পাকিস্তানের করাচিতে একটি র‌্যালিতে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটেছে, যখন কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের প্রথম বর্ষপূর্তি হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

করাচি পুলিশ প্রধান গোলাম নবি মেমোন বলেন, র‌্যালিতে একটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সিন্ধুদেশ বিপ্লবী আর্মি (এসআরএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাস ধরেই তারা সক্রিয় রয়েছে।

এর আগে জুনে তাদের তিনটি হামলায় দুই সেনাসহ চার ব্যক্তি নিহত হন। তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশকে আলাদা করে একটি রাষ্ট্র গঠনের দাবি তুলছে। বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গেও তারা সংহতি প্রকাশের কথা জানিয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত