ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

পাপুলকাণ্ডে কুয়েতের সাবেক আইনপ্রণেতাকে জিজ্ঞাসাবাদ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২০, ১৭:০৭

পাপুলকাণ্ডে কুয়েতের সাবেক আইনপ্রণেতাকে জিজ্ঞাসাবাদ

পাপুলকাণ্ডে কুয়েতের সাবেক আইনপ্রণেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। আরব টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার কুয়েতের সাবেক ঐ আইনপ্রণেতাকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অবৈধ কাজে সহায়তার অভিযোগ আনা হলেও ব্যক্তিগত জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে তার স্বাক্ষ্য নথিভুক্ত করা হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ওই কুয়েতি আইনপ্রণেতা। কুয়েতের আরও দুই আইনপ্রণেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের দায়মুক্তি প্রত্যাহার হওয়ার অপেক্ষায় আছেন তদন্তকারীরা।

আগামী সপ্তাহে তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা যাবে বলে আশা করছেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন দেশটির সুপরিচিত এক ব্যবসায়ী।

পাপুলকাণ্ডে গ্রেপ্তার হওয়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক আন্ডার সেক্রেটারি মাজেন আল জাররাহকে রোববার আদালতে হাজির করা হবে। তার সঙ্গে আদালতে হাজির করা হবে কুয়েতের পার্লামেন্ট নির্বাচনের সাবেক এক প্রার্থী এবং মানবসম্পদ কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত