ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হিড়িক!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২০, ১৬:২৮

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হিড়িক!

পৃথিবীর অনেক মানুষের কাছে স্বপ্নের দেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র। বিশ্বের সব দেশ থেকেই নাগরিকরা বিভিন্ন পথে যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে মুখিয়ে থাকে। তবে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা যাচ্ছে উল্টো চিত্র। ২০২০ সালের প্রথম ৬ মাসের মধ্যেই প্রায় ৬ হাজার মানুষ ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরিহার করেছে।

রোববার ব্যামব্রিজ অ্যাকাউন্টস প্রকাশিত গবেষণা অনুযায়ী মাত্র গত ৬ মাসেই ৫ হাজার ৮০০ জন নাগরিকত্ব ত্যাগ করেছে। ২০১৯ সালে যেখানে নাগরিকত্ব ত্যাগের সংখ্যা ছিল ২ হাজার ৭২ জন। প্রতি তিনমাস অন্তর যুক্তরাষ্ট্র সরকারের প্রকাশিত তথ্য অনুসারে এ গবেষণা পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিস্থিতি, করোনা ভাইরাস মোকাবেলায় ব্যর্থতা ও ক্রমবর্ধমান হারে কর বৃদ্ধির ফলে মানুষ এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে গবেষণায় বেরিয়ে এসেছে। বিদেশে থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি বছর উচ্চহারে কর দিতে হয়। তবে নাগরিকত্ব ত্যাগের এ হার কমবে বলে ধারণা করা হচ্ছে। তবে নভেম্বরের নির্বাচনে ট্রাম্প আবারও নির্বাচিত হলে নাগরিকত্ব ত্যাগের আরেকটি হিড়িক পড়তে পারে বলে ধারণা করেছে সংস্থাটি।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত