ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বিক্ষোভে উত্তাল বেলারুশ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ আগস্ট ২০২০, ১৭:০৮

বিক্ষোভে উত্তাল বেলারুশ

বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির দীর্ঘদিনের শাসক আলেক্সান্ডার লুকাসেনকো পুনরায় নির্বাচিত হওয়ার ঘোষণার পরেই রাজধানী মিনস্কে দাঙ্গা পুলিশের সাথে সংঘাতে জড়ায় জনতা। রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদটি প্রকাশিত হওয়ার সাথে সাথে বিক্ষোভ শুরু হলে পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।

এ সময় ১২০ জনকে আটক করা হয়েছে বলেও জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে ১ জন নিহতের কথা বলেও সরকার পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ৮০ শতাংশ ভোট পেয়েছেন বলে প্রাথমিক ফলাফল জানানো হলেও ভোট জালিয়াতির অভিযোগ করছেন প্রধান বিরোধী নেতা। বিরোধী নেতা ভেটলানা বলেন আমরা ইতোমধ্যে বিজয়ী হয়েছি। আমরা ভয়, উদাসীনতা ও পার্থক্য কাটিয়ে রাস্তায় নেমেছি। ফলাফলে তিনি ৯.৯ শতাংশ ভোট পেয়েছেন বলে জানানো হয়।

উল্লেখ্য, দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাসেনকো ১৯৯৪ সাল থেকেই ক্ষমতায় রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত