ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৩

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ আগস্ট ২০২০, ১৬:৪৮

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্য নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার বেন্যু রাজ্যের আপা জেলার এদিকউ এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

এ ঘটনায় অনেকে আহত হয়েছেন এবং অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র ক্যাথারাইন অ্যানেনে এক বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় মানুষের ওপর প্রায় সশস্ত্র ২০ জন লোক হামলা চালায়। বিক্ষিপ্তভাবে গুলি ছুড়তে থাকে তারা। ঘটনা স্থলে একদল পুলিশ মোতায়েন করা হয়েছে, সেখান থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

প্রায় ২০ কোটি জনগণের দেশ নাইজেরিয়ায় ভূমি, পানি ও রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে স্থানীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ঘটনা।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত