ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ভারতে ফেসবুকের পোস্ট নিয়ে পুলিশের গুলিতে নিহত ৩

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১১:৫৪  
আপডেট :
 ১২ আগস্ট ২০২০, ১৭:৩৫

ভারতে ফেসবুকের পোস্ট নিয়ে পুলিশের গুলিতে নিহত ৩

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ধর্মগুরুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জেরে ভারতের ব্যাঙ্গালোরে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৬০ জন পুলিশ।

ব্যাঙ্গালোর পুলিশ কমিশনার জানিয়েছেন, উত্তেজিত জনতা কংগ্রেস বিধায়ক আখান্দা শ্রীনিবাস মূর্তির বাসভবন লক্ষ্য করে পাথর ছোড়ে। ডিজে হাল্লি এবং কেজি হাল্লি দুই থানায় তারা পাথর ছোড়ে। এসময় উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৬০ জন পুলিশ সদস্য। এদের একজন অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার।

ব্যাঙ্গালোরে যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) সন্দীপ পাতিল জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ব্যাঙ্গালোরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত